মিডিয়ার অনেক বন্ধু পোশাক কোডের বিপক্ষে বলছেন। টিভি মিডিয়া নিজস্ব ড্রেস কোড সারা দুনিয়াতে আছে।কোন একদিন হয়তো এই কোড থাকবে না। আজ যা অপরিহার্য কাল তা বদলাতে পারে। কিন্তু বাড়ি, পার্টি বা অফিসে একই পোশাকে কেউ থাকেন না। স্থান, কাল, পাত্র অনুযায়ী পোশাক সবাই ব্যবহার করি। নিজেদের অতি আধুনিক ভাবতেই অনেক কথা বলি। সংস্কৃতি, ঐতিহ্য টিভি সেটের সামনে থাকা সব দর্শকদের কথা মাথা রেখে সংবাদ কর্মীদের কাজ করা উচিত ।
সিনিয়র সাংবাদিক নঈম নিজামের ফেসবুক ওয়াল থেকে…