জাতীয়

প্রধান উপদেষ্টার পক্ষে ২ কোটি ৯০ লাখ টাকার আনুদানের চেক গ্রহণ ত্রাণ উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক ২ কোটি ৯০ লাখ ৭৬ হাজার ১৮৫ টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এসব অনুদানের চেক গ্রহণ করেন তিনি।

এরমধ্যে রয়েছে, বাংলাদেশের কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ১০ লাখ ১৫ হাজার ৪০০ টাকা, ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ১ কোটি ২৫ লাখ ৫১ হাজার ২১৯, সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্টস লিমিটেড, তেজগাঁও ১ লাখ ৫৪ হাজার ৫৬৬, জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৫ লাখ, ক্যাথয় পেসেফিক এয়ারওয়েজ লিমিটেড ৫০ হাজার, মাহামুদুল আলম খান কাপাসিয়া ৫ লাখ, একরন ইন সার্ভিস ইউনিট-২ লিমিটেড ৩১ লাখ, কমিউনিটি ব্যাংক ৩০ লাখ, শক্তি ফাউন্ডেশন, মিরপুর ৫০ লাখ, বাংলাদেশ কোল্ডস্টোরেজ এসোসিয়েশন ৭ লাখ ৫ হাজার ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড গুলশান ৫ লাখ টাকা।

এ সময়ে উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

Related Articles

Leave a Reply

Back to top button