খেলা
মাশরাফীসহ যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে ৮ বাংলাদেশি ক্রিকেটার
আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সাবেক এই অধিনায়ককে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনস। একই দলের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাকও।
রাজ্জাকের সঙ্গে ড্রাফট থেকে ডেট্রয়েট ফ্যালকনস দলে টেনেছে মাশরাফী, আরিফুল হক ও সৈয়দ রাসেলকে। একই দলে আছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত, দিনেশ রামদিন, আছেন দুই শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা।
অন্যদিকে আরাফাত সানি, ইলিয়াস সানি ও কামরুল ইসলামকে দলে নিয়েছে আটলান্টা রাইডার্স। আর পেসার আল আমিন হোসেনকে দলে টেনেছে দ্য সিকাগো প্লেয়ার্স। সোমবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-টেন লিগের অফিসিয়াল পেজ থেকে তাদের দল পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।