রাজনীতি

বিমানবন্দরে মাহিকে দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ, অতঃপর…

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সীমান্তে এবং কী বিমানবন্দরেও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সেই কড়া নজরদারিতে আটকে পড়লেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহিও!

এই অভিনেত্রী সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এসময় খোঁজ করা হয় তার নথিপত্রগুলো।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় বিষয়টি মাহি নিজেই জানিয়েছেন।

এই অভিনেত্রী বলেন, বিমানবন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।

মাহি আরও বলেন, ‘এক থেকে দেড় ঘণ্টা হবে, আমি জাস্ট বসেছিলাম। কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা।

ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি। ’

বিশেষ কাজের জন্য একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলেন মাহি। এরপর সেখানকার কাজ সেরে আবারও ঢাকায় ফিরেছেন এই নায়িকা। তবে বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন বলেও জানান মাহি। তিনি মনে করেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মন্দ কিছু নয়।

উল্লেখ্য, গত দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচনে মাহিয়া মাহি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন কেনেন মাহি। পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়েন। কিন্তু নির্বাচনে জয় লাভ করতে পারেননি।

Related Articles

Leave a Reply

Back to top button