জেলার খবর

বর্ণাঢ্য আয়োজনে শাহজাদপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০তম জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে শাহজাদপুর উপজেলার পৌর সদরের সাহাপাড়ার শ্রী শ্রী গৌর-নিতাই বিগ্রহ সেবা সংঘ আশ্রমে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল, গীতাপাঠ, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, শ্রী কৃষ্ণের জীবন দর্শন নিয়ে আলোচনাসভা, মঙ্গল শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর থানার ওসি সবুজ রানা।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদের শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি আসীম কুমার সাহা। বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি নিত্যানন্দ রায়, বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদের শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, সহ সভাপতি বিপ্লব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক, চন্দন রায়, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান, শাহজাদপুর উপজেলা বিএনপির তথ্য ও প্রচার সম্পাদক আলামীন হোসেন প্রমূখ।

বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদের শাহজাদপুর উপজেলা শাখা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের শাহজাদপুর উপজেলা শাখা যৌথ ভাবে এ অনুষ্ঠান পালন করে। আলোচনাসভা শেষে একটি বর্ণঢ্য মঙ্গল শোভাযাত্র শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সব শেষে উপস্থিত ভক্তবৃন্দর মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এ বছর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০তম জন্মাষ্টমীর অনুষ্ঠান সংক্ষিপ্ত করে দেশের ১৩ জেলার বন্যাদূর্গতদের আর্থিক সাহায্য দান করা হয়।’

Related Articles

Leave a Reply

Back to top button