জাতীয়

সচিবালয়ে গতকাল আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারতো: আইন উপদেষ্টা

সচিবালয়ে গতকাল ভয়াবহ পরিস্থিতি হতে পারতো তবে ছাত্ররা তা মোকাবিলা করেছে বলে জানালেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার (২৬ আগস্ট) সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সেখানে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, আনসারের ছদ্মবেশ নিয়ে তারা এসেছিল। দাবি আদায়ের উদ্দেশ্য তাদের ছিল না।

ছাত্র-জনতা জাগ্রত আছে। তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না।

গতকাল সচিবালয় এলাকায় আনসার সদস্যদের হামলায় ছয় সেনাসদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

Related Articles

Leave a Reply

Back to top button