জাতীয়

আখাউড়ায় স্থলবন্দর তলিয়ে গেছে, পাহাড়ি ঢলে ভাঙলো সেতু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে। ভারতীয় পাহাড়ি ঢলের পানির তোড়ে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় ভারি বর্ষণ শুরু হয়। এর ফলে আশপাশের অন্তত ১০টি গ্রামে পানি উঠেছে বলে জানায় স্থানীয় ও প্রশাসন।

আজ বুধবার সকাল থেকে বন্দরের পাশ বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে।

পানির চাপ এতটাই তীব্র যে এক পর্যায়ে স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগরসহ অন্তত ১০টি গ্রামে পানি ঢুকে পড়ে। ভেঙে যায় গাজীরবাজার এলাকার অস্থায়ী সেতু। এর আগে মঙ্গলবার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে।

ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি ও দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন। জালাল জানান, সকালে তীব্র বেগে ভারতীয় পাহাড়ি পানি ঢুকতে থাকে। এতে কয়েকটি গ্রামে পানি ওঠার পাশাপাশি আখাউড়া-আগরতলা সড়কের অস্থায়ী সেতু ভেঙে যায়। পুরো বন্দর এলাকা পানিতে তলিয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button