রাজনীতি

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জয়নুল আবদীনের

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

রোববার (১৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে শেখ হাসিনার বিচার দাবিতে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন জয়নুল আবদীন ফারুক।

 এসময় তিনি বলেন, ‘শরীরে গুলির চিহ্ন নিয়ে বেঁচে আছি। ডিবির হারুনকে দ্রুত আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। একই সঙ্গে আওয়ামী লীগের প্রভাবশালীদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবিও জানাচ্ছি আমরা।’
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ১০ তলা ভবন তৈরি করে কলেজ হোস্টেল তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button