জাতীয়
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত ব্লিঙ্কেনের
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন বাংলাদেশে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন।
আজ শনিবার (বাংলাদেশ সময়) তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ ব্লিঙ্কেন লিখেছেন,‘আমি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডক্টর মুহাম্মদ ইউনূসের শপথ গ্রহণকে স্বাগত জানাই।’
তিনি বলেন,ওয়াশিংটন বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ কারণ এটি বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্ধারণ করে।
ব্লিঙ্কেন বলেন, ‘যুক্তরাষ্ট্র দেশবাসীকে তাঁর (ইউনূস) শান্ত থাকার এবং শান্তির আহ্বানকে সমর্থন জানিয়েছে।’