খেলা

বাড়তে পারে হাথুরুসিংহের চুক্তির মেয়াদ

চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকছেন চন্ডিকা হাথুরুসিংহে। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এমনকি দুই পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে বলেও জানা গেছে।
এদিকে, তামিম ইকবাল ইস্যুর এখনো সমাধান হয়নি। অক্টোবরে ঢাকায় আইসিসির পরবর্তী বোর্ড সভায় নির্ধারিত হতে পারে সংস্থার নতুন চেয়ারম্যান।
বাংলাদেশের ক্রিকেটে আলোচিত পদ হেড কোচ। চন্ডিকা হাথুরুসিংহের দুই মেয়াদেই হয়েছেন সমালোচিত। চুক্তি শেষ হতে এখনও বাকি আট মাস। তাকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফি পথ পাড়ি দিতে চায় বিসিবি। এমনকি চুক্তি আরও বাড়তে পারে এই লঙ্কান কোচের। কেননা ক্রিকেটারদের সমর্থন পাচ্ছেন হাথুরুসিংহে।
বিদেশি কোচের ভিড়ে দেশিরা গুরুত্বহীন। সবশেষ দেশি কেউ আবেদন করেনি নিয়োগ বিজ্ঞপ্তিতে। মোহাম্মদ সালাউদ্দিনকে সহকারী কোচ করার ইচ্ছা থাকলেও, রাজি হননি আলোচিত এ কোচ। তাতে ক্ষুব্ধ হয়েছেন নাজমুল হাসান পাপন।
প্রায় বছর পূর্ণ হতে চললো এখনও তামিম ইকবাল ইস্যুর সমাধান হয়নি। চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি খেলবেন কি না তা বিসিবি জানে না। বোর্ড সভাপতি একাধিকবার যোগাযোগ করলেও তামিম নীরব। তবে সিনিয়র ক্রিকেটারদের বিপক্ষে কঠিন সিদ্ধান্ত নিতে চান না বোর্ড সভাপতি।

Related Articles

Leave a Reply

Back to top button