আন্তর্জাতিক

রোলস-রয়েসের সাবেক প্রধান ডিজাইনারকে ছুরিকাঘাতে হত্যা

খ্যাতনামা মোটর কার নির্মাতা প্রতিষ্ঠান রোলস-রয়েসের সাবেক প্রধান ডিজাইনার এবং ভিনটেজ কার বিশেষজ্ঞ ইয়ান ক্যামেরন দুর্বৃত্তের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছেন। জার্মানিতে তার ৩ মিলিয়ন ডলারের ম্যানশনে ডাকাতির চেষ্টার সময় ছুরিকাঘাতে মারা যান তিনি। শুক্রবার ( ১২ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার ( ১৬ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় ৭৪ বছর বয়সি ব্রিটিশ নাগরিক ইয়ান ক্যামেরন তার স্ত্রী ভেরেনা ক্লুসের সঙ্গে জার্মানির হেরশিং এর বাসবভনে ছিলেন। ডাকাতির সময় ক্লুস একটি প্রাচীর টপকে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন এবং সেখান থেকে তিনি পুলিশকে কল করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, পালানোর আগে ইয়ান ক্যামেরনের বাড়ির গ্যারেজের পাওয়ার ক্যাবলগুলো কেটে রেখে যায় দুর্বৃত্ত। সেখানে মূল্যবান জিনিসপত্র রাখা ছিল বলে জানা গেছে। 
 
পুলিশ তদন্তে জানিয়েছে এটি একটি সহিংস অপরাধের ঘটনা।

Related Articles

Leave a Reply

Back to top button