হঠাৎ করে ফুটবল মাঠে সৃষ্টি হলো ৩০ ফুট বিশাল গর্ত
হঠাৎ করে ১০০ ফুট বিস্তৃত এবং ৩০ ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের ইলিয়নিসের একটি ফুটবল মাঠের মাঝখানে। তবে তখন মাঠে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অনুশীলনের জন্য মাঠটি ব্যবহার বন্ধ করার কয়েকদিন পরেই বুধবার নাটকীয়ভাবে এই ঘটণাটি ঘটে।
মাঠের পাশে থাকা সিসি ক্যামেরায় ধরে পড়েছে গর্ত সৃষ্টি হওয়ার মূহূর্তটি। এতে দেখা যাচ্ছে, হঠাৎ করে মাঠে যেন কোনো কিছুর বিস্ফোরণ ঘটেছে। এরপর তৈরি হয় বিশাল গর্ত। ওই সময় মাটির নিচ থেকে তীব্র বেগে পানিও বের হয়ে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, হঠাৎ করে এমন গর্ত সৃষ্টি হওয়াকে ‘সিঙ্কহোল’ হিসেবে অভিহিত করা হয়। ধস-গহ্বর বা সিঙ্কহোল হল কোনো কারণে ভূগর্ভের কোনো স্তর ধসে যাবার কারণে ভূ-পৃষ্ঠতলে সৃষ্ট অবনমন বা গহ্বর (গর্ত)।
আপাতত এই মাঠে যে কোনো ধরণের অনুশীলন বন্ধ রাখা হয়েছে। আর বিষয়টি খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। আসলেই এটি একটি সিঙ্কহোল? নাকি অন্য কিছু?