ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
রোহিত শর্মারদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত।
অ্যান্টিগায় ভারতের বিপক্ষে ম্যাচে আজ বাংলাদেশ মাঠে নামছে একাদশে এক পরিবর্তন নিয়ে। বিরাট কোহলিদের বিপক্ষে আজ খেলবেন না তাসকিন আহমেদ। তাঁর বদলে দলে আসছেন জাকের আলী অনিক।
এদিকে, সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ভারত। আজ বাংলাদেশের বিপক্ষে জিতে সেমির দৌড়ে এগিয়ে থাকতে চাইবে রোহিতরা। সে লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে ভারত।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ:
বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা।