করোনাজাতীয়ফিচার

করোনা চিকিৎসায় ওষুধ তৈরি করেছে বেক্সিমকো ও বিকন; কার্যকারিতা পেলে বাণিজ্যিক উৎপাদন

করোনা ভাইরাসের এখন পর্যন্ত নির্ধারিত কোন ওষুধ নেই। কিন্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই রোগ। তাই এ থেকে উত্তরণের জন্য ব্যস্ত হয়ে পড়েছে পুরো পৃথিবী। গবেষক, বিজ্ঞানী, চিকিৎসক, সবাই আবিস্কারের চেষ্টা করছে করোনা প্রতিষেধক ওষুধ। চালানো হচ্ছে পরীক্ষা নীরীক্ষা। এ থেকে পিছিয়ে নেই বাংলাদেশের ওষুধ কোম্পানীগুলো।বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম

 

করোনা ভাইরাস জনিত রোগের (কোভিড-১৯) চিকিৎসায় ব্যবহৃত জাপানি একটি ওষুধ তৈরি করেছে বাংলাদেশের দুই ওষুধ উৎপাদনকারী কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মা।

 

বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বিষয়টি নিশ্চিত করেছে বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম । তিনি জানান ‘ওষুধটির  নাম ফ্যাভিপিরাভির। জাপানি কোম্পানি ফুজি ফিল্মের অঙ্গ প্রতিষ্ঠান তোয়ামা কেমিক্যাল ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার জন্য এটি তৈরি করেছিল। তাদের ওষুধটির ব্র্যান্ড নাম অ্যাভিগান।’

মোহাম্মদ এমদাদুল করিম বলেন, আমরা ফ্যাভিপিরাভির ওষুধটি তৈরি করে পরীক্ষামূলক প্রয়োগের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরকে দিয়েছি। ওষুধটির কার্যকারিতা পাওয়া গেলে বাণিজ্যিক উৎপাদন করা হবে। তিনি বলেন, ওষুধটি মূলত ইবোলা ভাইরাসের চিকিৎসার জন্য জাপানের ফুজি তৈরি করেছিল। চীনারা এটি প্রয়োগ করে সুফল পেয়েছে। আমরা চীন থেকে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্ট এনেছি। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের ওষুধ তৈরিতে মেধাস্বত্ব লাগে না।’

তিনি জানান, ’সাধারণ ঠান্ডা-সর্দির চিকিৎসায় ব্যবহৃত হয় অ্যাভিগান নামে ওষুধটি।এই ওষুধ ব্যবহার করে করোনা চিকিৎসায় দারুণ সাফল্য পায় বলে দাবি করে চীন। দেশটির ট্রায়ালে দেখা যায়, যাদের ওই ওষুধ দেওয়া হয়েছিল, অন্যদের তুলনায় তারা দ্রুতসরে ওঠেন। তবে জাপান এখনো করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় ওষুধটির চূড়ান্ত অনুমোদন দেয়নি। তারা পরীক্ষা-নিরীক্ষা করছে।’

এসব ওষুধ ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নিয়েই তৈরি হচ্ছে বলে জানিয়েছে কোম্পানিগুলো।

Related Articles

Leave a Reply

Back to top button