জাতীয়
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নাহিদা সোবহান
বর্তমানে জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে কানাডায় নতুন হাইকমিশনার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত নাহিদা সোবহান বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। পেশাদার এ কূটনীতিক জর্ডানের পাশাপাশি ফিলিস্তিন ও সিরিয়ায় বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রদূত হওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
নাহিদা সোবহান রোম, জেনেভা ও কলকাতার বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন। তিনি দুই সন্তানের জননী।