জাতীয়

একদিনে কালবৈশাখী ও বজ্রপাতে প্রাণ গেলো ১২ জনের

তাপদাহের মধ্যেই জেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়ে এবং বজ্রপাতে আট জেলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জনের বেশি। বিধ্বস্ত হয়েছে কয়েকশ ঘরবাড়ি।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোলার লালমোহন, তজুমদ্দিন ও মনপুরায় কালবৈশাখী ঝড়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০০ ঘরবাড়ি আংশিক এবং অর্ধশত সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

পটুয়াখালীর বাউফলে ঝড়ে ও বজ্রপাতে দুজন, খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে একজন, ঝালকাঠির কাঠালিয়ায় বজ্রপাতে তিনজন, নেত্রকোনার রাজঘাট হাওরে বজ্রপাতে একজন, পিরোজপুর সদরে কালবৈশাখীতে একজন ও বাগেরহাটে বজ্রপাতে একজন মারা গেছেন। এছাড়া রাঙ্গামাটির রাজস্থলীতে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান বলেন, এটি প্রাথমিক হিসাব। মৃতের সংখ্যা ঠিক থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button