আন্তর্জাতিককরোনা

করোনা রোধের অস্ত্র বানালো চীন !

করোনাভাইরাসের ছোবলে মুখ থুবড়ে পড়েছে পৃথিবী। প্রতিদিন-ই আসছে মৃত্যুর খবর। বাড়ছে আক্রান্তের সংখ্যা। নেই প্রতিষেধক কোন চিকিৎসা। তবে ধীরে ধীরে আবিস্কার করা হচ্ছে প্রতিষেধক কীট। এরই মধ্যে আর একটু আশার আলো দেখালো চীন।

চীনের গবেষকদের দাবি, তারা করোনাকে নিয়ন্ত্রণ করতে সবচেয়ে কার্যকারী অস্ত্র তৈরি করে ফেলেছেন।
যা কিনা এই ভাইরাসের বিরুদ্ধে ৯৯.৯ শতাংশ পর্যন্ত উপকারি হতে পারে।

সম্প্রতি, গ্লোবাল টাইমস নামের চীনের এক সংবাদ মাধ্যম দাবি করেছে, চীনা বিজ্ঞানীদের একটি দল করোনাকে ধংস করার মোক্ষম পথ পেয়ে গিয়েছে। কোনও ওষুধ বা টিকা নয়, চীনা গবেষকরা তৈরি করেছেন একটি ন্যানোমেটেরিয়াল, যা কিনা করোনার জীবাণু শুষে ফেলতে পারে বা এর কার্যক্ষমতা ৯৬.৫-৯৯.৯% পর্যন্ত কমিয়ে দিতে পারে।

এই ন্যানোমেটেরিয়ালটি উৎসেচকের মতো কাজ করে। এই ন্যানোমেটেরিয়াল দিয়ে পেন্ট, ফিল্টার, ইনসুলেশনের মতো জিনিস তৈরি হতে পারে। ইতিমধ্যেই চীনের ওই গবেষকদল নাকি বিভিন্ন সংস্থার সাথে কথা বলছে এই ন্যানোমেটেরিয়াল দিয়ে মাস্ক এবং চিকিৎসকদের জন্য PPE বানানর জন্য।

পরবর্তীতে এ বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে গ্লোবাল টাইমস।

Related Articles

Leave a Reply

Back to top button