আন্তর্জাতিক

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২, বহু হতাহতের আশঙ্কা

ভারতের ঝাড়খন্ডের জামতারায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিক দুইজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ঝাড়খন্ডের কালাজহারিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুন লাগলে কয়েকজন যাত্রী পাশে থাকা ট্রাকে লাফ দেন। এমন সময় আরেকটি ট্রেনে কাটা পড়েন তারা।

জামতারার ডেপুটি কমিশনার জানিয়েছেন, ঘটনাস্থলে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। 
 
স্থানীয় এমএলএ ইরফান আনসারি এই দুর্ঘটনার কথা শুনে জামতারার উদ্দেশ্যে রওয়ান হয়েছেন। তিনি বলেন, আমি এই দর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছি।

Related Articles

Leave a Reply

Back to top button