আন্তর্জাতিক
পাকিস্তানে ৩টি দলের প্রধানদের পদত্যাগ
পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে হতাশাজনক ফল করায় রাজনৈতিক ৩টি দলের প্রধানরা সোমবার পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দুজন শুধু দলীয় প্রধানের পদ নয়, রাজনীতিও ছেড়ে দিয়েছেন।
এই তিন রাজনীতিক হলেন ইস্তেহকাম-ই-পাকিস্তানের বা আইপিপি দলের প্রধান জাহাঙ্গীর খান তারিন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্লামেন্টারিয়ানের কেন্দ্রীয় চেয়ারম্যান পারভেজ খটক ও জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক। তাদের মধ্যে জাহাঙ্গীর তারিন ও পারভেজ খটক জানিয়েছেন, তারা আর রাজনীতি করবেন না।
ইমরান খানের দলের সাবেক নেতা জাহাঙ্গীর তারিন এবারের নির্বাচনে তার বিজয়ী প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে শুভাকাঙ্ক্ষী ও নিজের সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন। পোস্টে জাহাঙ্গীর তারিন বলেন, তিনি আইপিপির চেয়ারম্যানের পদ ছেড়ে দিচ্ছেন। সেই সঙ্গে রাজনীতিও ছাড়ছেন। তবে দেশের সমৃদ্ধির জন্য ব্যক্তিগত পর্যায়ে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন এই রাজনীতিক।
এক্সে অপর এক পোস্টে জামায়াতের আমির সিরাজুল হক লেখেন, ‘নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করে নিচ্ছেন তিনি। সেই সঙ্গে দলীয় প্রধানের পদও ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। নির্বাচনী প্রচারের সময় থেকে পারভেজ খটক নিজেকে খাইবার পাখতুনখাওয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দাবি করে আসছিলেন। কিন্তু ভোটের লড়াইয়ে আশানুরূপ ফল করতে পারেননি।
ভোটে প্রয়োজনীয় আসন না পাওয়ায় সরকার গঠনে অন্যান্য দলের দ্বারে দ্বারে যেতে হচ্ছে নওয়াজের দলকে। এরই মধ্যে পিপিপির সঙ্গে কয়েক দফা আলোচনায় বসেছেন নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ। জাতীয় পরিষদে ১৭ আসন পাওয়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের সঙ্গেও পিএমএল-এনের প্রাথমিক সমঝোতা হয়েছে। এ ছাড়া পিটিআই সমর্থিত এক স্বতন্ত্র প্রার্থীসহ ছয়জন স্বতন্ত্র প্রার্থীও নওয়াজের সঙ্গে হাত মিলিয়েছেন। ফলে তাদের সরকার গঠন করাটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।
সরকারের পাঁচ বছরের মেয়াদে নওয়াজের পিএমএল-এন তিন বছর ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি দুই বছর—এভাবে দুই ভাগে প্রধানমন্ত্রিত্ব চালাতে চান। তবে এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।