রফিকুল ইসলাম মহিলা কলেজের তিনযুগ পূর্তি ও পুনর্মিলনী উদযাপন
ভৈরব কিশোরগঞ্জ থেকে প্রতিনিধি মেহেদী হাসান- কিশোরগঞ্জের ভৈরবে বর্ণাঢ্য আয়োজনে রফিকুল ইসলাম মহিলা কলেজের তিনযুগ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল নয়টায় কলেজটির গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি)’র বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সন্তানদের স্বপ্ন দেখানো ভুলবেন না। যত বড় স্বপ্ন ততই পূরণের আকাঙ্খা। জিপিএ ৫ পেয়ে বড় বড় সার্টিফিকেট অর্জনই সঠিক শিক্ষা নয় মানুষত্বের শিক্ষাই বড় শিক্ষা। শিক্ষা মানুষকে পরিমার্জিত বানায়। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা অমানুষ বানায় কেন। শুধু সার্টিফিকেটের শিক্ষা নয় পাশাপাশি সামাজিক ভাবে সঠিক শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের ভিতর মানুষ্যত্ববোধ তৈরী করতে হবে। মানবিকতা বোধ সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজকে এই দিনটি স্বরণীয় হয়ে থাকবে বছরের পর বছর। প্রাক্তন ছাত্রীদের অংশ গ্রহণ নতুনদের আরো অনুপ্রানিত করবে। জানা যায়, তিনযুগ পূর্তি উপলক্ষ প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, মিলে ১০০০(একশ) শিক্ষার্থী নিবন্ধন করেছন। এই উপলক্ষ কলেজ ক্যাম্পাসকে বর্ণিল সাজ সজ্জিত করা হয়েছে। এ উপলক্ষ ছাত্রীদর স্মতিচারণ নিয় ২০০ (দুইশত) পষ্ঠার একটি সমদ্ধ স্মরণিকা প্রকাশিত হবে। ১৯৮৭ কলজটি প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযাদ্ধা আলহাজ মো: রফিকুল ইসলাম । প্রতিষ্ঠানটি ২০০২ সাল জাতীয় পযার্য় শ্রেষ্ঠ কলেজে র স্বীকৃতি লাভ করে।
তিনযুগ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন গণসাক্ষরতা অভিযান এর নির্বাহী পরিচালক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. হেলাল, কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশিস কুমার দাস, কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, সাবেক মহামান্য রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব অধ্যাপক লুৎফুর রহমান (ফুলু) ও কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল, অনুষ্ঠানে উৎসব কমিটির মুখ্য সমন্বয়ক ও প্রাক্তন অধ্যক্ষ মো. শরিফ উদ্দিন আহমেদ ও যুগ্ম সমন্বয়ক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল্লা’র উপস্থিত ছিলেন প্রমুখ।