আদালত

ঢাকা-৪ আসনের ফল স্থগিত করেছে হাইকোর্ট

ফারজানা আফরিন:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশ স্থগিত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তিন সপ্তাহের রুলও জারি করেছেন আদালত।

নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমের রিটের শুনানি শেষে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, মোতাহার হোসেন সাজু ও এবিএম আলতাফ হোসেন।

মোতাহার হোসেন সাজু জানান, অনিয়মের অভিযোগে ১৮ কেন্দ্রে পুনরায় ভোট চেয়ে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছিলেন। একটি কমিটি করে সেই আবেদনের ওপর ১০ দিনের মধ্যে ইনকোয়ারি করতে বলা হয়েছে। আর ইনকোয়ারি রিপোর্ট দাখিল করতে বলেছেন। এসময় পর্যন্ত ঢাকা-৪ আসনের নির্বাচনের গেজেট প্রকাশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করে বিজয়ী হন ট্রাক প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আওলাদ হোসেন। আওলাদ হোসেন মোট ভোট পান ২৪ হাজার ৭৭৫টি। সানজিদা খানম নৌকা প্রতীক নিয়ে ভোট পান ২২ হাজার ৫৭৭টি। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল প্রতীক নিয়ে পান সাত হাজার ৭৯৮ ভোট।

Related Articles

Leave a Reply

Back to top button