আদালত
৫ দিনের ভারত সফরে গেছেন প্রধান বিচারপতি
ফারজানা আফরিন:
ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমন্ত্রণে ভারত সফরে গেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে ৫ দিনের জন্য তিনি এ সফরে গেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রোববার (২৬ নভেম্বর) তিনি ভারতের উদ্দেশে রওয়ানা দেন। সফর শেষে আগামী ১ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে। প্রধান বিচারপতির স্ত্রীসহ ভারত সফরে আরো সঙ্গী হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।