২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় পার্টি
তিনশ আসনের মধ্যে ২৮৯টিতে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করে মহাসচিব মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আজ। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।
নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু হলে এবং ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন মুজিবুল হক চুন্নু।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল পর্যন্ত বাড়ানো হয়।
জাতীয় পার্টির প্রার্থীদের তালিকা:
পঞ্চগড়-১ মোঃ আবু সালেক/মোঃ আব্দুর রহিম
পঞ্চগড়-২ লুৎফর রহমান রিপন
ঠাকুরগাঁও-১ মোঃ রেজাউল রাজী স্বপন চৌধুরী
ঠাকুরগাঁও-২ নুরুন্নাহার বেগম
ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ
দিনাজপুর-১ মোঃ শাহিনুর ইসলাম
দিনাজপুর-২ এ্যাড. জুলফিকার হোসেন/মাহবুবুর রহমান
দিনাজপুর-৩ আহমেদ শফি রুবেল
দিনাজপুর-৪ মোঃ মোনাজাত চৌধুরী
দিনাজপুর-৫ এ্যাড. নুরুল ইসলাম
দিনাজপুর-৬ মোঃ ফিরোজ সুলতান আলম
নীলফামারী-১ লেঃ কর্ণেল (অবঃ) তসলিম
নীলফামারী-২ মোঃ শাহজাহান আলী চৌধুরী
নীলফামারী-৩ মেজর (অবঃ) রানা মোঃ সোহেল
নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান
লালমনিরহাট-১ মোঃ হাবিবুল হক বশু মিয়া
লালমনিরহাট-২ মোঃ দেলোয়ার
লালমনিরহাট-৩ জাহিদ হাসান
রংপুর-১ এইচ এম শাহরিয়ার আসিফ
রংপুর-২ আনিসুল ইসলাম মন্ডল
রংপুর-৩ গোলাম মোহাম্মদ কাদের
রংপুর-৪ মোস্তফা সেলিম বেঙ্গল
রংপুর-৫ মোঃ আনিছুর রহমান
রংপুর-৬ মোঃ নূর আলম মিয়া
কুড়িগ্রাম-১ একেএম মোস্তাফিজুর রহমান
কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ
কুড়িগ্রাম-৩ আব্দুস সুবহান
কুড়িগ্রাম-৪ একেএম সাইফুর রহমান
গাইবান্ধা-১ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
গাইবান্ধা-২ আব্দুর রশীদ সরকার
গাইবান্ধা-৩ ইঞ্জিনিয়ার মাইনুর রাব্বী চৌধুরী
গাইবান্ধা-৪ কাজী মোঃ মশিউর রহমান
গাইবান্ধা-৫ মোঃ আতাউর রহমান সরকার
জয়পুরহাট-১ ডা. মোঃ মোয়াজ্জেম হোসেন
জয়পুরহাট-২ আবু সাঈদ নুরুল্লাহ
বগুড়া-১ মোঃ গোলাম মোস্তফা বাবু মন্ডল
বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ
বগুড়া-৩ এ্যাড. নুরুল ইসলাম তালুকদার
বগুড়া-৪ শাহীন মোস্তফা কামাল ফারুক
বগুড়া-৫ মোঃ ওমর ফারুক
বগুড়া-৬ আজিজ আহমেদ রুবেল
বগুড়া-৭ এটিএম আনিসুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ-১ মোঃ আফজার হোসেন
চাঁপাইনবাবগঞ্জ-২ এ্যাড. আব্দুর রশীদ
চাঁপাইনবাবগঞ্জ-৩ মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল
নওগাঁ-১ মোঃ আকবর আলী
নওগাঁ-২ এ্যাড মোঃ তোফাজ্জল হোসেন
নওগাঁ-৩ মাসুদ রানা
নওগাঁ-৪ মোঃ আলতাফ হোসেন
নওগাঁ-৫ মোঃ ইফতারুল ইসলাম বকুল
নওগাঁ-৬ আবু বেলাল হোসেন
রাজশাহী-১ সামসুদ্দিন মন্ডল
রাজশাহী-২ সাইফুল ইসলাম স্বপন
রাজশাহী-৩ সোলায়মান হোসেন
রাজশাহী-৪ মোঃ আবু তালেব প্রামাণিক
রাজশাহী-৫ অধ্যাপক আবুল হোসেন
রাজশাহী-৬ মোঃ শামসুদ্দিন রিন্টু
নাটোর-১ মোঃ আশিক হোসেন
নাটোর-২ ডা. মোঃ নুরুন্নবী মৃধা
নাটোর-৩ আনিসুর রহমান
নাটোর-৪ অধ্যাপক মোঃ আলাউদ্দিন মৃধা
সিরাজগঞ্জ-১ মোঃ জহিরুল ইসলাম
সিরাজগঞ্জ-২ মোঃ আমিনুল ইসলাম ঝন্টু
সিরাজগঞ্জ-৩ মোঃ জাকির হোসেন
সিরাজগঞ্জ-৪ মোঃ আব্দুল্লাহ আল হাসেম
সিরাজগঞ্জ-৫ মোঃ ফজলুল হক
সিরাজগঞ্জ-৬ মোঃ মোক্তার হোসেন
পাবনা-১ সরদার শাহজাহান
পাবনা-২ শহিদুল ইসলাম দায়েন
পাবনা-৩ মীর নাদির মোঃ ডাবলু
পাবনা-৪ মোঃ রেজাউল করিম
পাবনা-৫ তারিকুল আলম স্বাধীন
মেহেরপুর-১ মোঃ আব্দুল হামিদ
মেহেরপুর-২ কেতাব আলী
কুষ্টিয়া-১ শাহরিয়ার জামিল জুয়েল
কুষ্টিয়া-২ শহীদুল ইসলাম ফারুকী
কুষ্টিয়া-৩ নাফিজ আহমেদ খান টিটু
কুষ্টিয়া-৪ মোঃ আয়ান উদ্দিন
চুয়াডাঙ্গা-১ এ্যাড.সোহরাব হোসেন
চুয়াডাঙ্গা-২ মোঃ রবিউল ইসলাম
ঝিনাইদহ-১ মনিকা আলম
ঝিনাইদহ-২ মেজর (অব.) মাহফুজুর রহমান
ঝিনাইদহ-৩ মোঃ আব্দুর রহমান
ঝিনাইদহ-৪ এমদাদুল ইসলাম বাচ্চু
যশোর-১ মোঃ আক্তারুজ্জামান
যশোর-২ ফিরোজ শাহ
যশোর- ৩ মোঃ মাহবুব আলম
যশোর-৪ মোঃ জহুরুল হক
যশোর-৫ এম এ হালিম
যশোর-৬ জি এম হাসান
মাগুরা-১ মোঃ সিরাজুস সায়েফিন সাঈফ
মাগুরা-২ মোঃ মুরাদ আলী
নড়াইল-১ মিল্টন মোল্লা
নড়াইল-২ এ্যাড. খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ
বাগেরহাট-১ মোঃ কামরুজ্জামান
বাগেরহাট-২ হাজারা শহীদুল ইসলাম
বাগেরহাট-৩ মোঃ মনিরুজ্জামান মনি
বাগেরহাট-৪ সাজন কুমার মিস্ত্রী
খুলনা-১ কাজী হাসানুর রশিদ
খুলনা-২ গাউসুল আজম
খুলনা-৩ আব্দুল্লাহ আল মামুন
খুলনা-৪ মোঃ ফরহাদ আহমেদ
খুলনা-৫ মোঃ শহীদ আলম
খুলনা-৬ মোঃ শফিকুল ইসলাম মধু
সাতক্ষীরা-১ সৈয়দ দিদার বখত
সাতক্ষীরা-২ মোঃ আশরাফুজ্জামান আশু
সাতক্ষীরা-৩ এ্যাড. মোঃ আলিফ হোসেন
সাতক্ষীরা-৪ মোঃ মাহবুবুর রহমান
বরগুনা-১ মোঃ খলিলুর রহমান
বরগুনা-২ মিজানুর রহমান
পটুয়াখালী-১ এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার
পটুয়াখালী-২ মোঃ মহসিন হাওলাদার
পটুয়াখালী-৩ মোঃ নজরুল ইসলাম
পটুয়াখালী-৪ আব্দুল মান্নান হাওলাদার
ভোলা-১ শাহজাহান মিয়া
ভোলা-২ মোঃ মিজানুর রহমান
ভোলা-৩ মোঃ কামাল উদ্দিন
ভোলা-৪ মোঃ মিজানুর রহমান
বরিশাল-১ ছেরনিয়াবাত সেকেন্দার আলী
বরিশাল-২ রঞ্জিত কুমার বাড়ৈ
বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু
বরিশাল-৪ মোঃ মিজানুর রহমান
বরিশাল-৫ ইকবাল হোসেন তাপস
বরিশাল-৬ নাসরিন জাহান রত্না
ঝালকাঠী-১ মোঃ এজাজুল হক
ঝালকাঠী-২ মোঃ আনোয়ার হোসেন হাওলাদার
পিরোজপুর-১ মোঃ নজরুল ইসলাম
পিরোজপুর-২ মোঃ খলিলুর রহমান খলিল
পিরোজপুর-৩ মোঃ মাশরেকুল আজম রবি
আরও আসছে…