জেলার খবর

সিরাজগঞ্জে অটোরিক্সা-প্রাইভেটকার সংঘর্ষে শিশুসহ ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারি চালিত অটোরিক্সা ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মৃতব্যাক্তিরা হলেন, উল্লাপাড়া উপজেলা সদরের বর্জাপুর গ্রামের সামিরুন খাতুন (৩৫) এবং তাঁর নাতনি শিশু রোকেয়া (৫) এ দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

সোমবার বিকেলে, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে’।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল উদ্দিন জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে নাটোরগামী একটি প্রাইভেটকার ও দবিরগঞ্জ থেকে ছেড়ে আসা সলঙ্গাগামী একটি ব্যাটারি চালিত অটোরিক্সা নাইমুড়ী বাজার এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতরভাবে আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সন্ধ্যায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানা হেফাজতে রাখা হয়েছে।

মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।’

Related Articles

Leave a Reply

Back to top button