জাতীয়

সাদপন্থীদের নিয়ে বৈঠকে উপদেষ্টারা

গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের ৫ জন উপদেষ্টা।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার পর সচিবালয়েস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়েছে।
ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন বৈঠকে উপস্থিত রয়েছেন। সাদ অনুসারীদের চারজন মাওলানা বৈঠকে যোগ দিয়েছেন।
এই বৈঠকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অংশ নেওয়ার কথা রয়েছে।
বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে বুধবার ভোররাতে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button