খেলা

মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে ১২০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার কুয়ালালামপুরে গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে বড় জয় তুলে নেয় বাংলাদেশ।

আগের ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। আজকের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোর খেলবে জুনিয়র টাইগ্রেসরা। ফাইনালের টিকেট নিশ্চিতে সুপার ফোর প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে।

প্রথমে ব্যাটিং থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ করেছিল ৫ উইকেটে ১৪৯ রান। এরপর স্বাগতিকদের ১৪.৫ ওভারে ২৯ রানে অলআউট করে ১২০ রানে জিতেছে বাংলাদেশ।

জান্নাতুল মাওয়া ৪৫ বলে সর্বোচ্চ ৪৫ রান করেছেন। ওপেনার ফাহমিদা ছোয়া করেছেন ২৬ রান, সাদিয়া আক্তার ৩১ রানে অপরাজিত ছিলেন।

জবাবে বাংলাদেশী বোলারদের তোপে মালয়েশিয়ার ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি ৩.৫ ওভারে মাত্র ৩ রানে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া হাবিবা ইসলাম ৫ রানে ৩টি ও আনিসা আক্তার শোভা ৫ রানে নিয়েছেন ২ উইকেট।

মালয়েশিয়ান কোন ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেনি। ইনিংসের সর্বোচ্চ ১২ রান অতিরিক্ত থেকে এসেছে।

সুপার ফোরের চারটি দল হলো বাংলাদেশ, নেপাল, ভারত ও শ্রীলংকা।

Related Articles

Leave a Reply

Back to top button