আন্তর্জাতিক
ভারতকে ‘অসহযোগিতাকারী’ দেশ হিসেবে তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র
ভারতকে ‘অসহযোগিতাকারী’ দেশের তালিকায় যুক্ত করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। সাধারণত এই তালিকাভুক্ত দেশগুলোর বিরুদ্ধে নির্বাসন বা বিতারণ প্রক্রিয়ায় পর্যাপ্ত সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়।
এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা।
আইসিই বলেছে, এই দেশগুলো সাক্ষাৎকার পরিচালনা, সময়মতো ভ্রমণের নথি সরবরাহ করা এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের প্রত্যাবাসন সহজতর করার মতো মূল প্রক্রিয়াগুলোতে সহায়তা করতে ব্যর্থ হয়েছে।
আইসিইর মতে, যুক্তরাষ্ট্র ১৮ হাজার ভারতীয়সহ সাড়ে ১৪ লাখ অনিবন্ধিত অভিবাসীকে বহিষ্কারের পরিকল্পনা করেছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৯০ হাজার ভারতীয়কে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে।
যদিও অনেক ভারতীয় অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অবস্থা নিয়মিত করার চেষ্টা করছেন, তবে প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।