বিমান ও পর্যটন উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সাক্ষাৎ করেছেন।
আজ বুধবার সচিবালয়ে উপদেষ্টার দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপদেষ্টা ভ্রাতৃপ্রতীম দুই দেশের মানুষের মাঝে উষ্ণ সম্পর্ক ও আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করেন। আগামী দিনগুলোতেও এ চমৎকার সম্পর্ক আরও গভীর ও অর্থবহ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের মানুষের স্বভাব সুলভ আতিথেয়তার কথা স্মরণ করেন।
সাক্ষাতে ঢাকা-ইসলামাবাদ-করাচি বিমান যোগাযোগ ও দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পর্যটন সেক্টরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান ও পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন।