খেলা
আইরিশদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টসে হেরে ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।
আইরিশদের বিপক্ষে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশ ১৭ পয়েন্ট নিয়ে এখন ৮ নম্বরে আছে। আজকের ম্যাচে জিতলে পাকিস্তানকে টপকে সাত উঠবে বাঘিনীরা। পরের সিরিজটি আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি, শারমিন আক্তার, রাবেয়া খাতুন, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।