আন্তর্জাতিক

আবারো ডাব্লিওটিও’র প্রধান হলেন এনগোজি ওকোনজো ইউয়েলা

প্রথম মহিলা ও প্রথম আফ্রিকান হিসেবে দ্বিতীয় মেয়াদে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিওটিও) মহাপরিচালক নিযুক্ত হয়েছেন এনগোজি ওকোনজো ইউয়েলা।

এএফপি আজ জানায়, শুক্রবার বিশ্ব বাণিজ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির এক বিবৃতিতে বলেছে, ‘এনগোজি ওকোনজো ইউয়েলাকে ডব্লিওউটিও’র মহাপরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দিতে সংস্থাটির সদস্যরা আজ সম্মত হয়েছেন।’

২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তার পরবর্তী চার বছরের মেয়াদ শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button