চলে গেলেন চলচ্চিত্র পরিচালক শাহ আলম মণ্ডল
চলচ্চিত্র পরিচালক শাহ আলম মণ্ডল আর নেই।
আজ শনিবার সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। শাহ আলম মণ্ডলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির উপমহাসচিব কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা)।
ফেসবুকে অপূর্ব রানা লেখেন, ‘চলচ্চিত্র পরিচালক শাহ আলম মণ্ডল ভাই সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইউনাইটেড হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন শাহ আলম মন্ডল। তাঁর দুটি কিডনি ড্যামেজ ছিল। গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই মারা যান।
চিত্রনায়ক কায়েস আরজু জানিয়েছেন, আজ রাতেই দেশের বাড়ি রংপুরে দাফনের উদ্দেশে নেওয়া হবে শাহ আলম মণ্ডলের মরদেহ। সেখানে রোববার দাফন করা হবে তাঁকে।
শাহ আলম মণ্ডল তিনটি সিনেমা পরিচালনা করেছেন। তাঁর প্রথম সিনেমা ছিল ‘ভালোবাসা সীমাহীন’। এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল চিত্রনায়িকা পরীমণির। বাকি দুটি সিনেমা হলো ‘আপন মানুষ’ ও ‘ডনগিরি’।