জাতীয়

৮ ক্রিকেটারকে নিষিদ্ধ করলো বিসিবি

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে আট খেলোয়ারসহ মোট নয়জনকে নিষিদ্ধ করেছে। এদের মধ্যে ৮ জন ক্রিকেটার ও একজন টিম অফিসিয়াল।

শুক্রবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। শাস্তি সরুপ তাদের ১ বছরের জন্য নিষিদ্ধ ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বিসিবি।

শাস্তি পাওয়া ক্রিকেটাররা হলেন, তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, তেজগাঁওয়ের টিম অফিশিয়াল রবিন এবং স্যাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়।

উল্লেখ্য যে, গত ১৮ নভেম্বর পিকেএসফের ১ নম্বর মাঠে চলছিলো সুপার লিগের ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিল তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাব। মাঠের মাঝখানে দুই পক্ষের খেলোয়াড়রা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করেন। পরে আচরণবিধির ২.১৯ এর অধীনে লেভেল ৪ অপরাধে দোষী ঘোষণা করা হয়।

আচরণবিধি লঙ্ঘন নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বিসিবি ঘরোয়া প্রতিযোগিতার কোনও স্তরে শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে নমনীয় হবে না। এটি সব খেলোয়াড় এবং কর্মকর্তাদের কাছে একটি বার্তা হোক যে বোর্ড কঠোরভাবে আচরণবিধি লঙ্ঘন মোকাবেলা করে।’

Related Articles

Leave a Reply

Back to top button