জাতীয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের

বকেয়া বেতনের দাবিতে, গাজীপুরের বাসন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা।

আজ শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টা থেকে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ওই কারখানাগুলো হলো, টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, বেসিক ক্লোথিং লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো, বেসিক নিটওয়্যার লিমিটেড ও অ্যাপারেল আর্ট লিমিটেড।

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা থাকলেও ব্যর্থ হয় কারখানা কর্তৃপক্ষ। পরে ২৪ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনী, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা হয়। এতে সেপ্টেম্বর মাসের বেতন ৩ নভেম্বর ও অক্টোবর মাসের বেতন ২০ নভেম্বর পরিশোধের কথা জানানো হয়।

গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিদর্শক বায়েজিদ মিয়া জানান, মহাসড়কে টিএনজেড গ্রুপের প্রায় ১২০০ শ্রমিক অবস্থান নিয়েছেন। তারা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button