রাজনীতি

নতুন মামলায় গ্রেফতার আনিসুল, সালমান, কামাল মজুমদার, সুমন ও জাহাংগীর

নতুন করে আরেক হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে।

বুধবার (০৬ নভেম্বর) সকালে পুলিশের পক্ষ থেকে হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়। পরে আদালত ওই আবেদন গ্রহণ করে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এদিকে রাজধানীর লালবাগ থানায় করা হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাংগীর আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। ১ অক্টোবর তাকে গুলশান থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

Related Articles

Leave a Reply

Back to top button