খেলা
বিপিএল মাতাতে আসছেন ফুটবলার-হলিউড তারকারা
আজ থেকে প্রায় ১২ বছর আগে ২০১২ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি লি হিসেবে পথচল শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে দিনে দিনে এই টুর্নামেন্ট যেন দর্শকদের কাছে আগ্রহ হারাতে থাকে। তবে এবার নতুনভাবে বিপিএলকে বিশ্বে পরিচয় করে দিতে চায় লিগ কর্তৃপক্ষ ও বিসিবি।
সোমবার (৪ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘নিজের উদ্যোগেই কিন্তু প্রধান উপদেষ্টা এগিয়ে আসছেন। তারা বিশেষভাবে এটা নিয়ে কাজ করছেন। কীভাবে এটিকে আন্তর্জাতিক মানের ব্র্যান্ড করে তোলা যায় এবং একে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়… বিশ্ব যেন দেখে বাংলাদেশের তরুণেরা কী করতে পারে, বাংলাদেশের খেলা কেমন।’
বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের আমেজ ফেরাতে হলিউড বা বাইরের তারকা নিয়ে আসার পরিকল্পনা বিসিবির। ফাহিম বললেন, ‘অনেক কিছুই সম্ভব না। বৈশ্বিকভাবে সব টিভিতে যেতে পারবো তা নয়। যদি প্রফেসর ইউনূস মাঠে আসেন, একটা বক্তব্য দেন…আমরা যদি দেখি বিদেশ থেকে দারুণ নামকরা একজন ফুটবলার, হলিউড থেকে দারুণ একজন অভিনেতা-অভিনেত্রী এখানে আসছে, এটার সঙ্গে সংযুক্ত হচ্ছে, এটা নিশ্চয় মিডিয়াতে আসবে।’
‘এবং এটা সারা বিশ্বের মিডিয়াতে আসবে। সেভাবেই কিন্তু এটার প্রচার হতে পারে। আমাদের চেষ্টা থাকবে বিশ্বব্যাপী এটা প্রচার করা। আমার ধারণা, এত দিন আমরা যতটুকু করতে পেরেছি তার চেয়ে বেশিগুণ এবার করা সম্ভব হবে।’
কিন্তু কারা আসতে পারে এ ব্যাপারে মুখ খুলেননি বিসিবি পরিচালক। কিছুটা আকর্ষণ রেখে দিলেন তিনি, ‘আমি এখনই নাম বলতে পারছি না বা বলতে চাই না। ক্রিকেট হতে পারে বা বাইরের অন্য স্পোর্টসের হতে পারে। স্পোর্টসের বাইরেও হতে পারে। এমন কাউকে এবার দেখতে পারি।’
এদিকে দল পেলেও সাকিব আল হাসান ও মাশরাফি মুর্তজার বিপিএলে খেলা নিয়ে সংশয় রয়েছে। সাকিব দেশের বাইরে আছেন। দেশের মাটিতে তাকে ক্রিকেট খেলতে দিতে চান না তার বিরোধীরা। এদিকে মাশরাফিকে বিপিএলে দেখতে চান না ক্রিকেটপ্রেমীদের একাংশ। দুজনই ছিলেন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য।
এ নিয়ে ফাহিম বলেন, ‘আমরা এত দিন ধরে যে সুপারস্টার তৈরি করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমি আশা করবো, এখান থেকেই নতুন সুপারস্টাররা গড়ে উঠবে। (মাশরাফি-সাকিব) থাকলে ভালো হতো। অবশ্যই তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, এতে সন্দেহ নেই। যদি ওরা থাকে তাহলে এক ব্যাপার, না থাকলে অন্য ব্যাপার।’