আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্র: ট্রাম্প
স্থানীয় সময় রোববার (৩ নভেম্বর) নর্থ ক্যারোলিনায় এক সমাবেশে নিজের সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। খবর আলজাজিরা’র।
এ সময় তিনি বলেন, ‘এটা বিশ্বাস করা (যুক্তরাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র) কঠিন, তাই না?’
ভোটারদের আসন্ন নির্বাচনে কমলা হ্যারিসের অধীনে ‘আরও চার বছরের অযোগ্যতা এবং ব্যর্থতা’ কিংবা তার অধীনে ‘দেশের ইতিহাসের চারটি সর্বশ্রেষ্ঠ বছর’ শুরু করার মধ্যে যেকোনো একটি বিকল্প বেছে নেয়ার পরামর্শ দেন ট্রাম্প।
তিনি বলেন, ‘‘চার বছরে তারা (ডেমোক্র্যাট) এই দেশে যা করেছে, তাতে তাদের নিজেদের লজ্জিত হওয়া উচিত।’’
‘তবে এটি হবে আমেরিকার নতুন স্বর্ণযুগ (ট্রাম্প নির্বাচিত হলে)। এটি একটি স্বর্ণযুগ হতে চলেছে। আমরা এর জন্য কাজ করছি,’ যোগ করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।