খেলা

দেশি কোচ থাকলে আমাদের জন্য ভালো হবে: জাকির

অনেক সময়ই আলোচনায় এসেছে, বাংলাদেশ ক্রিকেটে দেশি কোচের যোগ দেয়া দরকার। তবে কখনও আলোর মুখ দেখেনি তা। তবে এবার ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর আরও একবার আলোচনায় দেশি কোচরা।

কয়েকদিন ধরেই গুঞ্জন উঠেছে, জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কোনো দেশি কোচকে নিয়োগ দিতে পারে বিসিবি। চট্টগ্রামে সংবাদ সম্মেলনে দেশি কোচকে জাতীয় দলের সহকারী কোচ করার ব্যাপারে ইতিবাচক ছিলেন বোর্ড সভাপতি ফারুক। এমনকি, দেশি কোচকে গুরুত্বও দেয়া হচ্ছে।

এবার জাতীয় দলে দেশি কোচের ব্যপারে কথা বলেছেন জাকির হাসানও। আফগানিস্তান উড়াল দেয়ার আগে টাইগার এই ব্যাটসম্যান বলেন, ‘এটা তো বোর্ডের সিদ্ধান্ত। দেশি কোচরা আসলে ভালো হয় আমার মনে হয়। বোর্ড ভালো বুঝবে আমার থেকে। যোগাযোগ অবশ্যই সহজ হবে। তবে এখন সবাই সবার সাথে মানিয়ে নেয়ার সক্ষমতা রাখে। তবে দেশি কোচরা থাকলে আমাদের দেশের জন্য আরও ভালো হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button