খেলা

নারী ফুটবলারদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস প্রেস সচিবের

নেপালে সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবলারদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘কয়েকটি পত্রিকায় নারী ফুটবল দলের দুই মাসের বেতন বকেয়া থাকার বিষয়টি উঠে এসেছে। সেটি সালাউদ্দিনের আমলের সমস্যা। তবে তাদের বেতনের সমস্যার সমাধানের ঘোষণা দ্রুত আপনারা পাবেন।’

গতকাল বুধবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ নারী ফুটলব দল।

তিনি জানান, অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে হাততালি দিয়ে অভিনন্দন জানান উপদেষ্টাগণ।

নারী ও পুরুষ খেলোয়াডদের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রেস সচিব বলেন, তাদের বেতনের সমতার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। নারী ও পুরুষ উভয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। তাদের ব্যাপারে বিসিবি এবং বিএফএফ’র সঙ্গে কথা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button