আন্তর্জাতিক

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত

জাতিসংঘে কিউবার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দেয়ায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনোকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
গত বছরের শেষের দিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন করা জাভিয়ের মিলেই। তিনি যুক্তরাষ্ট্রপন্থী একজন নেতা এবং ক্ষমতায় আসার পর থেকে কিউবা ও ভেনিজুয়েলার কাছ থেকে তার দেশকে দূরে রাখার চেষ্টা করছেন।
বুধবার (৩০ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রকে কিউবার ওপর কয়েক দশক ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞার প্রত্যাহারের আহ্বান জানানো হয়। সাধারণ পরিষদের এই ভোটে ১৮৭টি দেশ মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষে মত দেয়। তার মধ্যে আর্জেন্টিনাও একটি দেশ। শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।

Related Articles

Leave a Reply

Back to top button