বিনোদন
অ্যামজান প্রাইমে মেহজাবীনের ‘কাজল’
গ্লোবাল ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম। এতে বাংলাদেশের কোনও কনটেন্ট ওঠা মানে বিশেষ কিছু। এর আগে এতে বাংলাদেশের কয়েকটি সিনেমা উঠেছে। যেমন অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’, রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’, শাকিব খানের ‘নবাব’, খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, রুবেল হাসানের ‘মনে প্রাণে’ প্রভৃতি।
সেই ধারাবাহিকতায় এবার উঠলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘কাজল’। এতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ২৮ অক্টোবর থেকে নাটকটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে। যেখানে উঠে এসেছে বাবা ও মেয়ের অসাধারণ এক গল্প।
নির্মাতা রাজ মনে করেন, ‘দেশের নাটক-টেলিছবি-সিনেমা বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটি বড় মাধ্যম। সেই মাধ্যমে আমার কাজটি যুক্ত হওয়ায় ভালো লাগছে।’
‘কাজল’ নাটকের মূল প্রাণ ‘মামনি’ নামের একটি গান। এটি লিখেছেন জনি হক। সুর দিয়েছেন নাভেদ পারভেজ। গেয়েছেন পল্লবী রায় ও পায়েল ত্রিপুরা।
গীতিকবি জনি হক বলেন, ‘নাটকটির সুবাদে আমার লেখা গানও এখন অ্যামাজনে উঠলো! এটা অত্যন্ত সুখকর বিষয়। বাবা-মেয়ের গল্প নিয়ে তৈরি অসাধারণ নাটকটি অ্যামাজন প্রাইমে দেখতে পারেন, গানটিও শুনতে পারেন। কথা দিচ্ছি, ভালো লাগবে।’
গ্লোবাল দর্শকদের কথা ভেবে অ্যামাজন প্রাইমে ‘কাজল’ নাটকের ইংরেজি সাব-টাইটেল রয়েছে।
বলা দরকার, অ্যামাজন প্রাইম প্রায়শই বিশ্বের নানান দেশের পুরনো সিনেমা, নাটক ও টেলিছবি উন্মুক্ত করে থাকে। তারই অংশ হিসেবে মুক্তি পেলো ‘কাজল’। ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রথম মুক্তি পায় ‘কাজল’।