জাতীয়
স্বাভাবিক হতে শুরু করেছে আবহাওয়া
বরিশালে স্বাভাবিক হতে শুরু করেছে আবহাওয়া। অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে বরিশালসহ উপকূলীয় অঞ্চলগুলোতে শুক্রবার (২৫ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে বর্তমানে আবহাওয়া স্বাভাবিক রয়েছে।
টানা ২২ ঘণ্টা পর বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এতে দুর্ভোগ কমেছে যাত্রীদের।