রাজনীতি

অস্ট্রেলিয়া থেকে ফিরছেন ফখরুল, সিডনিতে অভ্যর্থনা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। এর আগে সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন অস্ট্রেলিয়া বিএনপির নেতারা।

শুক্রবার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের নেতৃত্বে মির্জা ফখরুলকে এ অভ্যর্থনা জানানো হয়।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়ার নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘গত ১৭ বছর প্রবাসে থেকে আপনারা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন। ভোটাধিকার ফিরে পাওয়া পর্যন্ত আন্দোলন ও কুটনৈতিক তৎপরতা আপনারা চালিয়ে যাবেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাছান, সহ-সভাপতি কামরুল হাসান আজাদ, মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, হাবিব রহমান, মোহাম্মদ জাকির হোসেন রাজু, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, অহিদুল ইসলাম, সর্দার মামুন ও সায়েদ রহমান রিয়ালসহ অনেকে।

Related Articles

Leave a Reply

Back to top button