রাজনীতি
যুক্তরাজ্য বিএনপির সম্পাদক কয়ছরকে জগন্নাথপুরে গণসংবর্ধনা
গেছেন, রাজনৈতিক অনেক সহকর্মী মৃত্যু বরণ করেছেন। ইচ্ছা থাকা স্বত্তেও আমরা দেশে আসতে পারিনি। শেখ হাসিনা কতটা অমানবিক আচরণ করেছে আমাদের সঙ্গে।
তিনি আরও বলেন,৮৫ জন নেতা যুক্তরাজ্য থেকে আমার সঙ্গে দেশে এসেছেন। তারা এক রকম নির্বাসিত ছিলেন। আপনারা ছাত্রদের নিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন বলেই আমরা আজ আসতে পেরেছি। ছাত্র-জনতার কাছে আমরা চিরঋণী। মাফিয়া সরকারের কোনো চক্রান্তই আর কাজে আসবে না। খুব কম সময়ের মধ্যে দেশ নায়ক তারেক রহমান দেশের হাল ধরতে বাংলার জমিনে পা রাখবেন। সে দিন খুব বেশি দূরে নয়, অতি সন্নিকটে।