জাতীয়লিড স্টোরি

আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা হওয়ার পর ড. ইউনূসের মামলা তড়িঘড়ি করে প্রত্যাহার কতটা আইন সঙ্গত ছিলে; সে বিষয়ে অধিকতর শুনানির জন্য আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (২১ অক্টোবর) সকালে অধ্যাপক ইউনূসের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারে তার নাম ঘোষণার পর প্রথমে শ্রম আইনের মামলা থেকে খালাস পান তিনি। এর চারদিন পর দুদক প্রত্যাহারের আবেদন করলে দুর্নীতির মামলা থেকেও খালাস দেয়া হয় ইউনূসসহ ১৪ জনকে।

সে সময় ইউনূসের আইনজীবী বলছিলেন, তারা এভাবে মামলা প্রত্যাহার চান না। লড়তে চান যথাযথ আইনি প্রক্রিয়ায়। ক্ষমতায় আসার পর মামলা প্রত্যাহারে জাতির কাছে ভুল বার্তা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button