জাতীয়
আগে সংবাদমাধ্যমের সম্পাদক ও মালিকদের সংস্কার প্রয়োজন: মাহমুদুর রহমান
সংবাদমাধ্যমে সংস্কারের আগে এর সম্পাদক ও মালিকদের সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান।
শুক্রবার (১৮ অক্টোবর) সোয়া ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন তিনি এই মন্তব্য করেন।
মাহমুদুর রহমান বলেন, ‘সম্পাদক আবুল আসাদের দাঁড়ি ধরে ছাত্রলীগের ছেলেরা অপমান করে বের করে দেয়, অথচ কোনো প্রতিবাদ করেনি সম্পাদক পরিষদ। এদের বিরুদ্ধেই আগে সংস্কার চালানো উচিত। শেখ হাসিনার সংবাদ সম্মেলনের নামে সেখানে নির্লজ্জভাবে তেলবাজি করতো সম্পাদকরা। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় ও গণমানুষের পক্ষে কথা বলার জন্য আমারদেশ পত্রিকা প্রয়োজন।’
মাহমুদুর রহমান বলেন, ‘আমার দেশ আবার আসবে। আমাদের যতই কষ্ট হোক, আল্লাহ যদি চান ডিসেম্বরে মধ্যে আপনাদের হাতে এই পত্রিকা তুলে দেবো । হাতে আড়াইমসেরও কিছু কম সময় রয়েছে। এর মধ্যেই সব কাজ শেষ করবো।’