রাজনীতি
শমসের মবিন চৌধুরী গ্রেফতার
তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারম্যান হন তিনি।