আন্তর্জাতিক
গাজায় ত্রাণ প্রবেশের অনুমতির আহ্বান ডব্লিউএইচওর
ফিলিস্তিনের উত্তর গাজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) অন্যান্য মানবিক ত্রাণ সরবরাহকারী দলগুলোকে প্রবেশাধিকার দেয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে গেব্রেয়াসুস লেখেন, গাজার উত্তরে ক্রমবর্ধমান সহিংসতা মানবিক মিশনগুলোকে খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিয়ে মানুষের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে। একইসঙ্গে স্বাস্থ্যসেবায় হামলা অব্যাহত আছে।
তিনি লেখেন, আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে, সবার স্বাস্থ্যসেবা সুরক্ষিত এবং হামলা না করা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে।
জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের প্রায় দু’সপ্তাহব্যাপী সামরিক অবরোধ ও স্থল অভিযানের ফলে উত্তর গাজায় কয়েক লাখ ফিলিস্তিনি আটকা পড়েছে। বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা রাস্তায় বহু মৃতদেহ পড়ে থাকার কথা জানিয়েছে। এছাড়া জাবালিয়ায় বোমা হামলায় বিধ্বস্ত ভবনের নিচে অনেকেই আটকা পড়েছে বলে জানা গেছে।
ত্রাণ সহায়তা গোষ্ঠীগুলো আরও জানায়, এই মাসের প্রথম ১৪ দিনে কোনও মানবিক সহায়তা খাদ্য, পানি এবং ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস উত্তর গাজায় প্রবেশ করেনি।