খেলা

অবসর বিষয়ে যা বললেন মেসি

অনেকেই ভেবেছিলেন, কাতার বিশ্বকাপের পর ফুটবলকে বিদায় জানাবেন লিওনেল মেসি। কিন্তু বিশ্বকাপের একটি ট্রফি বদলে দিয়েছে সবকিছু। জাতীয় দলে ক্লাবে নিয়মিত খেলছেন এই তারকা ফুটবলার। তবে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, ঠিক কবে অবসর নিতে যাচ্ছেন মেসি।
বুধবার (১৬ অক্টোবর) বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করার পর নিজের অবসর নিয়ে এক রহস্যময় পরিস্থিতি তৈরি করে রেখেছেন মেসি। অনেকেই ভেবেছিলেন, কাতার বিশ্বকাপের পর হয়তো থেমে যাবেন তিনি। কিন্তু প্রতিটা ম্যাচ যেভাবে উপভোগ করে যাচ্ছেন এই তারকা, তাতে অবসরের কোন লক্ষণ নেই। বলিভিয়ার বিপক্ষে ম্যাচ শেষে নিজের অবসর নিয়ে কথা বলেছেন মেসি।
মেসি বলেন, ‘সত্যি বলতে আমি এখনো অবসর কবে করবো সেই সিদ্ধান্ত নেই নি। আমি শুধু আমার ম্যাচগুলো উপভোগ করে যাচ্ছি। অমি এখানে থাকতে পেরে আসলেই আনন্দিত। কারণ সবাই আমাকে খুব ভালোবাসে। আর একটা বিষয় আমি সবসময় অনুধাবন করি, আর সেটা হলো যে ম্যাচটা খেলছি এটাই হতে পারে আমার শেষ।’
৩৭ বছর বয়সেও যেভাবে খেলে যাচ্ছেন মেসি, তাতে তার অবসর কল্পনা করা বাস্তবতার বিপরীত। বুড়ো বয়সেও দলের মধ্যে দারুণ এক বন্ধন তৈরি করে রেখেছেন তিনি। সাধারণত সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তরুণদের একটু দূরত্ব থাকলেও সতীর্থদের কাছে সর্বদা প্রিয় মুখ মেসি। কিভাবে এমনটা বজায় রাখেন, তারও উত্তর দিয়েছেন এদিন।
মেসি বলেন, ‘সতীর্থদের সঙ্গে আমার সম্পর্ক দারুণ। আর আমি সব সময় এই বিষয়টা উপভোগ করি। তাদের সঙ্গে যখন থাকি আমি ভুলে যাই আমার বয়স। মনে হয় আমি একটা শিশু কারণ তাদের সঙ্গে অনেক বিষয় নিয়েই মজা হয় আমার। যতদিন আমি বিষয়টা উপভোগ করবো, চেষ্টা করবো দলের সঙ্গে থাকতে এবং সর্বোচ্চটা দিতে।’

Related Articles

Leave a Reply

Back to top button