নতুন অধ্যায়ে পরীমণি
দীর্ঘদিন পর ‘ফেলুবক্সী’ নামের সিনেমা নিয়ে তিনি আবারও দর্শকদের সামনে আসছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। এই সিনেমা দিয়ে পশ্চিমবঙ্গে অভিষেক হবে পরীমণির।
পশ্চিমবঙ্গের বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ সিনেমা। কিন্তু কবে তা এখনও অজানা। ছবিতে পরীমণির বিপরীতে রয়েছেন টলিউড হিরো সোহম।
দুর্গাপূজায় মণ্ডপে থ্রিলারধর্মী এই সিনেমার পোস্টার প্রচারণা জোরেশোরেই চলেছে। তবে ভিসা জটিলতায় তা যেয়ে দেখার সুযোগ পাননি পরীমণি।
পরী বলছেন, খুব শিগগিরই হলে আসছে এই সিনেমা।
কিন্তু এরমধ্যে অনম বিশ্বাস পরিচালিত পরীমণির প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির দিন ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান হইচই।
হইচই প্ল্যাটফর্মে ৮ নভেম্বর আসছে ‘রঙিলা কিতাব’। সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পোস্টার পোস্ট করে ওয়েব সিরিজের মুক্তির তারিখ জানিয়েছে হইচই।
‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি, মোস্তাফিজুর নূর ইমরান।
এ বিষয়ে পরীমণি বলেন, ‘রঙিলা কিতাব’ এর স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড ছিলাম। প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্যে সবসময় স্পেশাল। সেরকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতাও ছিল অসাধারণ।’