খেলা

ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে।

আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল ৯টার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রোটিয়ারা ঢাকায় পৌঁছায়।

আগামী ২১ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এবারের প্রোটিয়া দলটা সাজানো হয়েছে মূলত স্পিনকেন্দ্রিক। কেশভ মহারাজের সঙ্গে স্কোয়াডে আছেন আরো দুই স্পিনার সেনুরান মুথুস্যামি এবং ড্যান পিড।

তবে পেস আক্রমণও যথারীতি ভালো দক্ষিণ আফ্রিকার। পেসারদের মধ্যে রয়েছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ড্যান প্যাটারসন ও উইয়ান মুল্ডার। দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে অভিষেক হতে পারে ম্যাথু ব্রিটজের। ৮ টি-২০ খেলা এই ক্রিকেটার এবারই প্রথম প্রোটিয়ার টেস্ট দলে ডাক পেয়েছেন।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দল:

এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, উইয়ান মাল্ডার, সেনুরান মুথুস্যামি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইন, ডিওয়াল্ড ব্রেভিস ও লুঙ্গি এনগিডি।

Related Articles

Leave a Reply

Back to top button